Saturday, August 30, 2025
HomeScrollজীতুর সঙ্গে কোমর দোলালেন ঋতুপর্ণা

জীতুর সঙ্গে কোমর দোলালেন ঋতুপর্ণা

কলকাতা: বাঙালি বাড়ির বেশির ভাগ বিয়ে অনুষ্ঠানে শোনা যায় ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta) ও প্রসেনজিতের হিট গান চোখ তুলে দেখো না কে এসেছে। প্রসেনজিৎ-ঋতুপর্ণার শ্বশুরবাড়ি জিন্দাবাদ (Shoshurbari Zindabad)-এর সেই আইকনিক গান। অনেক অনুষ্ঠানের প্রসেনজিৎ-ঋতুপর্ণার এন্ট্রি মানে এই গান বাজবে। বদলে গেলেন নায়ক, এবার প্রসেনজিৎকে ছেড়ে জিতু কামালের (Jeetu Kamal) সঙ্গে নেচে আসর জমালেন ঋতুপর্ণা।

আরও পড়ুন: ৩০ বছর পর একসঙ্গে নাচলেন অক্ষয়-শিল্পা

২৫ বছরের সেই পুরনো গান ‘চোখ তুলে দেখ না…’ এখনও হিট। হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির হিট গান। এই গান এখনও লোকের মুখে মুখে ফেরে। তেমনই একটি রিল ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করলেন জীতু কমল। শুধু জিতু নয় নিজের সেই হিট গানে জীতুর সঙ্গে কোমর দোলালেন ঋতুপর্ণা।টিনসেল টাউনের এক পার্টিতে ঋতুপর্ণার সঙ্গে তাঁর সেই জনপ্রিয় গানে নাচতে দেখা গিয়েছে জিতু কমলকে। সেই ভিডিও জিতু নিজেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। নাচের শেষে তাঁরা একে অপরে জড়িয়েও ধরেন। তবে জীতু-ঋতুপর্ণার ভিডিয়ো দেখে তাঁদের অনুরাগীরা উচ্ছ্বসিত। জীতু পোস্ট করে লেখেন, “তিনি সিনিয়র কিন্তু তিনি আমাদের জায়গা দেন যাতে বেড়ে উঠতে পারি।”

 

View this post on Instagram

 

A post shared by The jeetu??J.K (@jeetu_kamal)

অন্য খবর দেখুন

Read More

Latest News